বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:০৮ এএম, ২০ জুলাই ২০২১

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এতে মহাসড়কের তিনটি পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে এমন চিত্র দেখা যায়।

এদিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় সৃষ্টি হয়েছে পাঁচ কিলোমিটার তীব্র যানজট। শেষ মুহূর্তে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ।

jagonews24

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ থাকলেও চলাচল স্বাভাবিক রয়েছে। মুলিবাড়ি, কড্ডা ও নলকা সেতু এলাকায় যানচলাচলে কিছুটা ধীরগতি রয়েছে।

jagonews24

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, ঈদের আগে যানচলাচল বেড়ে যাওয়ায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পয়েন্টে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করছে।

jagonews24

তিনি আরও জানান, এ যানজট বেলা বাড়লেই কেটে যাবে। এছাড়া যানজট এড়াতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বাহন পরিবর্তন করা উত্তরাঞ্চলমুখী মানুষের ভিড় রয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।