হাতিয়ায় ইউপি সদস্য হত্যাসহ ১৭ মামলার আসামি গ্রেফতার
নোয়াখালীর হাতিয়ায় ইউপি সদস্য রবীন্দ্র হত্যাসহ ১৭ মামলার আসামি জয়নাল আবেদীন প্রকাশ জুম্মাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ জুলাই) রাত ১০টায় নিঝুম দ্বীপের লামার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।
গ্রেফতার জয়নাল জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের আবদুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাশ ও সোনাদিয়ার জুবায়ের হত্যা, একটি অস্ত্র মামলা, একটি চাঁদাবাজি মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলাসহ ১৭টি মামলা রয়েছে।
ওসি বলেন, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ ও নিঝুম দ্বীপ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৌরজিৎ বড়ুয়া অভিযান চালিয়ে লামার বাজার এলাকা থেকে জুম্মাকে গ্রেফতার করেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসএমএম/এমএস