করোনা : যশোরে আরও ৬ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় যশোরে করোনা ও উপসর্গে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) জেলার সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলার ১০০ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনা পজিটিভ হন। এছাড়া খুলনা মেডিকেল কলেজে তিনজনের নমুনা পরীক্ষায় একজন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৯ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে।’
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বলেন, ‘যশোর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালে ১৫৪ রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনার রেড জোনে ১১১ জন এবং ইয়েলো জোনে ৪৩ জন।’
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৮৮ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ১৯২ জন। মারা গেছেন ২৯৮ জন।
মিলন রহমান/আরএইচ/জেআইএম