ঝিনাইদহ সীমান্তে চারদিনে আটক ৪২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৩ জুলাই ২০২১

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এবং আসার সময় গত চারদিনে ৪২ জনকে আটক করেছে বিজিবি। ঝিনাইদহ মহেশপুর উপজেলা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে ২৩ এবং ভারত থেকে আসার পথে ১৯ জনকে আটক হয়। এছাড়া তাদেরমধ্যে দুইজন দালাল রয়েছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ২০ থেকে ২৩ জুলাই পর্যন্ত মহেশপুর উপজেলা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করা হয়।

jagonews24

তিনি আরও জানান, বর্তমানে সীমান্তে কড়া নজরদারি রয়েছে। আটককৃতদের পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলার পর পুলিশে দেয়া হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।