শাহজাদপুরে ফোন করলেই করোনা রোগীর বাড়ি পৌঁছে যাবে অক্সিজেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২৩ জুলাই ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার হটলাইনে ফোন করলেই পৌর এলাকার করোনা ও জটিল রোগীদের বাড়িতে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী।

তিনি বলেন, বিশিষ্ট সমাজসেবক দীবা কাদেরের সহযোগিতায় গুলশান ক্লাবের সৌজন্যে শাহজাদপুর পৌরসভায় পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই জরুরি সেবা কার্যক্রম চালু শুরু হয়েছে। এ সেবার মাধ্যমে শাহজাদপুর পৌর এলাকার মহামারি করোনা ও জটিল রোগে আক্রান্ত রোগীরা পৌরসভার হটলাইনে কল করলেই শাহজাদপুর উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত টিম তাদের বাড়িতে বিনামূল্যে দ্রুত এই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে।

তিনি আরও বলেন, ফলে শাহজাদপুর পৌর এলাকার শত শত করোনা ও জটিল রোগে আক্রান্ত রোগীর প্রাণ বেঁচে যাবে।

ইউসুফ দেওয়ান রাজু/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।