বাংলাবাজার-শিমুলিয়া রুটে চলছে ৭ ফেরি, পার হচ্ছেন ঢাকামুখী যাত্রীও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৩ জুলাই ২০২১

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিন সকালে ১৬টি ফেরি চললেও বিকেল থেকে ফেরির সংখ্যা কমিয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। শুধু জরুরি পরিবহন পারাপরে সাতটি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে রাতেও পার হচ্ছেন ঢাকামুখী যাত্রীরা।

যাত্রীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন যারা ঢাকা যেতে পারেননি তাদের বেশির ভাগ যাত্রীই শুক্রবার সকাল থেকে ঢাকার উদ্দেশে বাংলাবাজার ঘাটে আসেন। ঘাটে যাত্রী ভাড়া ২৫ টাকা দিয়ে সহজেই ফেরিতে উঠে যান। তবে থ্রি হুইলার ছাড়া কোনো গণপরিবহন না চলার কারণে ঘাটে আসতে বিপাকে পড়তে হয়েছে তাদের।

মো. রিদয় নামের ঢাকাগামী এক যাত্রী বলেন, ‘লকডাউন জেনেই বের হয়েছি। ভেবেছিলাম ফেরিতে পার হতে না পারলে বাড়িতেই ফিরে যাব। কিন্তু ঘাটে এসে দেখলাম অনেকেই পার হচ্ছে। ফেরিতে ওঠার আগেই ঘাট থেকে ২৫ টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে।’

jagonews24

তিনি আরও বলেন, ‘ফেরিতে যাত্রীদের তেমন একটা ভিড় নেই। পার হতেও কোনো বাধার মুখে পরতে হয়নি।’

এদিকে, শিমুলিয়া থেকে দুপুরের দিকে পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, কাভার্ডভ্যান পার হতে দেখা গেছে। একইসঙ্গে ঢাকা থেকে আসা সাধারণ যাত্রীরাও ফেরিতে পার হচ্ছেন।

ঘরমুখো যাত্রী হনুফা বেগম বলেন, ‘বাড়ি যাইতাছি। ঈদের আগে যাইতে পারি নাই। রাস্তায় বাস বন্ধ। ঘাটে আসতে বার বার গাড়ি বদলাইতে হইছে। তবে ফেরিতে পার হইতে সমস্যা হয় নাই।’

jagonews24

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৬টা থেকে লকডাউন শুরু হলে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সাধারণ যাত্রী পারাপার বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে পারাপারের অপেক্ষায় থাকা শতাধিক ছোট যানবাহন সকালে পার করা হয়েছে। এছাড়া ঘাটে আটকে থাকা অর্ধশত যাত্রীবাহী বাসের শুধু যাত্রীদের পার করা হয়েছে। বাস পারাপার বন্ধ রেখেছে। নৌরুটে সকাল থেকে ১৬টি ফেরি চলে। যদিও বিকেলের পর থেকে সাতটি করা হয়।

দুপুরে সরেজমিনে বাংলাবাজার ঘাটে অবস্থান করে দেখা গেছে, ফেরিঘাটে অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকারের পাশাপাশি অসংখ্য মোটরসাইকেল রয়েছে। এবং কিছু সাধারণ যাত্রী ফেরিতে পার হচ্ছেন।

jagonews24

নড়াইল থেকে আসা মোটরসাইকেল আরোহী মো. আবুল হোসেন বলেন, ‘গতকাল বড় ভাইয়ের অসুস্থতার জন্য ঢাকা যেতে পারিনি। আজ সকালে রওনা হয়েছি। ফেরিতে উঠতে সমস্যা হয়নি।'

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন আহমেদ ফেরিতে মোটরসাইকেলসহ সাধারণ যাত্রীদের পারাপারের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘বিশেষ পরিচয় বহন ছাড়া নৌরুটে যাত্রীবাহী কোনো যানবাহন পার করা হচ্ছে না।বিকেলে থেকে সাতটি ফেরি চলাচল করছে। সাধারণ যাত্রীরা ঘাটে আসলে তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষার কাজে দায়িত্বপ্রাপ্তরা কিছুটা ছাড় দেন। এছাড়া অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন পার হচ্ছে।’

এ কে এম নাসির হক/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।