শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, ৭ দিনেও খোঁজ মেলেনি যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৩ জুলাই ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্বশুরবাড়ি গিয়ে বাড়ি ফেরার পথে সাইদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিখোঁজ হন। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে গত সাত দিনেও তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।

নিখোঁজ সাইদুল ইসলাম সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার মনজের আলীর ছেলে।

মনজের আলী বলেন, ‘গত শুক্রবার (১৬ জুলাই) সে সারাদিন দোকানদারি করে দুপুরে বাড়িতে খেতে আসে। পরে বিকেলে বাসা থেকে বের হয়। রাত হলেও সে আর বাসায় ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করে শনিবার সকালে তার শ্বশুর বাড়িতে ফোন দেই। তখন নিশ্চিত হওয়া যায় শুক্রবার রাত ১২টার দিকে সে তার শ্বশুরবাড়ি গিয়েছিল।’

নিখোঁজ সাইদুলের বাবা আরও বলেন, ‘আমার ছেলের শ্বশুরবাড়ি উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছ গ্রামে। তার শ্বশুর বাড়ির লোকজন জানায়, শনিবার (১৭ জুলাই) সকালে সাইদুল সিরাজগঞ্জে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে আমার ছেলে নিখোঁজ। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় আমরা উদ্বিগ্ন।’

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইউসুফ দেওয়ান রাজু/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।