টাঙ্গাইলে নগদ টাকাসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:০১ পিএম, ২৩ জুলাই ২০২১

টাঙ্গাইলে নগদ টাকাসহ আট জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে পৌর শহরের এনায়েতপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ওই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৮), মো. মোস্তফা মিয়ার ছেলে মো. আজাদ (৩০), মো. বিল্লাল আলীর ছেলে মো. সুজন মাহমুদ (৩০), মৃত. ফটিক আলীর ছেলে মো. জালাল উদ্দিন (৩৬), মো. নয়া মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া (৩৫), মৃত পাঞ্জম মাহমুদ এর ছেলে মো. আনিছুর রহমান (৩৫), মৃত. ফজল এর ছেলে মো. ফুল চাঁন মিয়া (২৫) ও মৃত. আজাহার বেপারীর ছেলে মো. হাসমত আলী (২৮)।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, গ্রেফতারদের কাছ থেকে নগদ সাড়ে ১৭ হাজার টাকা ও এক ব্যান্ডেল তাস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।