চাঁপাইনবাবগঞ্জে করোনা-উপসর্গে মারা গেলেন আরও চারজন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৫১ এএম, ২৪ জুলাই ২০২১

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাত ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ড. আহনাফ শাহরিয়ার জাগো নিউজকে এতথ্য জানান।

তিনি জানান, জেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন-সদর উপজেলার টিকলির চর গ্রমের তৈমুর রহমান (৭৫), ভোলাহাটের পোলাডাঙ্গা এলাকার একরামুল (৭০), চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর গ্রামের ফেরদৌস আরা (৬৫) এবং করোনা উপসর্গে মারা যান আনোয়ারা (৪৮) নামের এক নারী।

সোহান মাহমুদ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।