নেত্রকোনায় তুলে নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২৫ জুলাই ২০২১
প্রতীকী ছবি

নেত্রকোনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ জুলাই) রাতে সদর উপজেলার কয়রাটী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মিরাজ খাঁর ছেলে।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সাইকুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাড়িতে একা পেয়ে ওই গৃহবধূকে নয়ন মিয়া (২৩), সাইফুল ইসলাম (২৪) ও আবদুল হাই (৩২) উত্যক্ত করে আসছিলেন। ২৪ জুন মধ্যরাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ওই তিন যুবক ওই নারীর মুখে গামছা বেঁধে নির্জন স্থানে তুলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেন। পরবর্তীতে গত ২৬ জুন ওই তিনজনের বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত বিষয়টি তদন্ত পূর্বক আগামী ২৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নেত্রকোনা মডেল থানার ওসিকে নির্দেশ দেন। পরে পুলিশ শনিবার ওই মামলায় নিজ বাড়ি থেকে সাইকুল ইসলামকে গ্রেফতার করে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাখের আহম্মেদ বলেন, ‘অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এইচ এম কামাল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।