খালার বাড়ি এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৬ জুলাই ২০২১
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে খালার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে রুবাইয়া খাতুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের বিলচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুবাইয়া খাতুন একই উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেবরাজপুর গ্রামের আব্দুল লতিফের মেয়ে ও নিঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

শিশুটির খালু ওসমান গনি জানান, ঈদ উপলক্ষে বেড়াতে এসেছিল রুবাইয়া। দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে ডুবে যায়। অনেকক্ষণ খোঁজখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।