রাজাপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৮ জুলাই ২০২১

ঝালকাঠির রাজাপুরে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ জুলাই) রাতে উপজেলার ইন্দ্রপাশা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই গ্রামের শমসের উদ্দিনের ছেলে খৈয়াম হোসেন (৩২) ও একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান তপু (৩৩)।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. মাইনউদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় শমসের ডাকাতের বসতঘরে তল্লাশি করে একহাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটকদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।’

আতিকুর রহমান/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।