করোনায় প্রাণ গেল সাবেক নারী ভাইস চেয়ারম্যানের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:২৭ এএম, ২৮ জুলাই ২০২১

করোনায় আক্রান্ত হয়ে পাবনায় সুজানগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান আজমেরি সুলতানা পলি (৪০) মারা গেছেন।

বুধবার (২৮ জুলাই) সকালে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিনুজ্জামান শাহিন তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পলি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত সপ্তাহে তার করোনা শনাক্ত হয়। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, তার গ্রামের বাড়ি সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামে। দীর্ঘদিন ধরে তারা সপরিবারে ঢাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আমিন ইসলাম/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।