গাজীপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৮ জুলাই ২০২১

গাজীপুরে বন্ধুদের সঙ্গে গোসল গিয়ে আল রাহাত রিমন নামের দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জুলাই) দুপুরে সদর উপজেলার সিংড়াতলী ভাতুর ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আল রাহাত রিমন (১৫) শ্রীপুর পৌর এলাকার কেন্দ্রীয় তুলা গবেষণা কেন্দ্রের ল্যাব সহকারী মো. রতন মিয়ার ছেলে। তার বাড়ি নরসিংদির রায়পুরায়। সে পরিবারের সঙ্গে শ্রীপুর থাকতো এবং স্থানীয় সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল।

সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ মিলন জানান, বুধবার দুপুর ১২টার দিকে রিমন ছয় বন্ধুর সঙ্গে ভাতুর ভিটা এলাকার পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে সে পুকুরে তলিয়ে নিখোঁজ হয়। পরে অন্য বন্ধুদের ডাকে স্থানীয়রা এসে তাকে পানি থেকে মৃত অবস্থায় তুলে আনে। পরে মরদেহ শ্রীপুরের কেন্দ্রীয় তুলা গবেষণা কেন্দ্রের স্টাফ কোয়ার্টারে নেয়া হয়।

মো. আমিনুল ইসলাম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।