চুরির অপবাদে তরুণীকে নির্যাতন, গ্রেফতার ৩
চাঁদপুরের কচুয়ায় মোবাইল চুরির অপবাদে এক তরুণীকে নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বুধুন্ডা গ্রামের সিফাত উল্লাহর ছেলে মো. মেহেদী (২০), শফিকের ছেলে শাহজালাল (২৬) ও আবুল কাসেমের ছেলে শফিক (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী এক তরুণীর বিরুদ্ধে বুধুন্ডা গ্রামের আমানিয়া প্রধানীয়া বাড়ির শফিকুল ইসলামের মোবাইল চুরির অপবাদ দেয়া হয়। এক পর্যায়ে মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যায় শরিফুল ইসলামসহ স্থানীয় কয়েকজন মিলে তরুণীকে তুলে নিয়ে অমানবিক শারীরিক নির্যাতন চালায়।
নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওটি দেখে সাধারণ মানুষের মাঝে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে বুধবার কচুয়া থানায় একটি মামলা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, তরুণীর মায়ের করা নির্যাতন মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
নজরুল ইসলাম আতিক/এসজে/এমএস