কচুয়ায় মোবাইল চুরির অপবাদে তরুণীকে নির্যাতনের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৪২ এএম, ২৮ জুলাই ২০২১

চাঁদপুরের কচুয়ায় মোবাইল চুরির অপবাদে এক তরুণীকে‌ অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) রাতে উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বুধুন্ডা গ্রামের আমানিয়া প্রধানীয়া বাড়ির শফিকুল ইসলামের মোবাইল চুরি হয়। একই বাড়ির ইলিয়াস মিয়ার তরুণী কন্যাকে চুরির অপবাদ দিয়ে শফিকুলের ছেলে মো. শাজালাল প্রধানীয়া টচ লাইট দিয়ে এলোপাথাড়ি মারধর করেন। এসময় স্থানীয় বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত ছিলেন সেখানে। ঘটনার ভিডিওতে দেখা যায়, মারধরের এক পর্যায়ে নির্যাতনের শিকার ওই তরুণী জ্ঞান হারিয়ে ফেলে। অমানবিক নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ফেসবুকেই এই নির্মমতার প্রতিবাদ জানানো শুরু করে সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, যদি সে মোবাইল চুরি করেও থাকে তাহলে তার জন্য আইন আছে। এভাবে নির্যাতন করার কোনো অধিকার তাদের আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ‌‘বিষয়টি মাত্র জানতে পারলাম। ভিডিওটি আমারও নজরে এসেছে। এ বিষয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নজরুল ইসলাম আতিক/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।