জাহাজ নোঙর করে বাজার করতে গিয়ে সড়কে প্রাণ গেল লস্করের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:১৯ এএম, ২৯ জুলাই ২০২১

নোয়াখালীর হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় মার্কেন্টাইল-২ নামের মালবাহী জাহাজের লস্কর (রশি বাঁধা ও পাহারাদার) আবদুল মান্নান (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় একই জাহাজের বাবুর্চি মো. আফসার (৪০) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টায় চর ঈশ্বর ইউনিয়নের জাহাজমারা থেকে ওসখালী বাজারে যাওয়ার পথে নলচিরা সড়কের মুলা মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান হাতিয়া উপজেলার ১ নম্বর হরণী ইউনিয়নের কাজীরটেক গ্রামের আবদুল মোতালেবের ছেলে। আহত আফসার একই ইউনিয়নের রুহুল আমিনের ছেলে।

জাহাজের ক্যাপ্টেন ইকবাল হোসেন জাগো নিউজকে জানান, তারা জাহাজ নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। সিগন্যালে সাগর উত্তাল থাকায় হাতিয়ার জাহাজমারা ঘাটে যাত্রা বিরতি দিয়ে জাহাজ নোঙ্গর করেন। পরে রাতের খাওয়ার জন্য বাজার করতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়রা দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবদুল মান্নানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আফসারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।