সড়কে পড়ে ছিলেন বৃদ্ধা, উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৯ জুলাই ২০২১

ঝিনাইদহে ফেলে যাওয়া অসুস্থ শোভা বিশ্বাসকে (৫৬) উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক।

বুধবার (২৮ জুলাই) রাতে শহরের ভুটিয়ারগাতি এলাকা থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে ভর্তি করেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই নারীকে কয়েকদিন আগে ওই এলাকার মাহমুদ হাসান আলিফ নামের এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনের নিচে কে বা কারা রেখে যান। বিষয়টি জেনে বুধবার রাতে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ঝিনাইদহ জেনারেল হাসপাতালের মেডিসিন (নারী) ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নূরজাহান বেগম বলেন, ‘চিকিৎসার পর কিছুটা স্বাভাবিক কথা বললেও তিনি খুবই দুর্বল ও মানসিক সমস্যায় ভুগছেন।’

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, ‘বেশ কিছুদিন অনাহারে থেকে তিনি দুর্বল হয়ে পড়েছেন। হাসপাতালে তিনি বাবার নাম তারেক চান্দ্র দাস এবং বাড়ি রামপালের গিলেতলায় বলে জানিয়েছেন।’

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।