১৪ মাসের বাছুর দিনে দুধ দিচ্ছে ১ লিটার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৯ জুলাই ২০২১

পাবনার সাঁথিয়া উপজেলায় একটি বকনা বাছুর দৈনিক এক লিটার করে দুধ দিচ্ছে। বাছুরটির মালিক উপজেলার মাহমুদপুর গ্রামের কৃষক আজমত মোল্লা। তিনি মাহমুদপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত তায়জাল মোল্লার ছেলে।

কৃষক আজমত মোল্লা জানান, তার বাড়ির পোষা কালো রঙের ১৪ মাসের একটি বকনা বাছুর কয়েক দিন ধরে দুধ দিচ্ছে। বিষয়টি জানাজানি হলে বাছুরটি দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে উৎসুক মানুষ তা দেখতে আসছেন। তিনি সবার আগ্রহ মেটাতে তাদের সামনে দুধ দোহন করে দেখাচ্ছেন বলে জানান।

তিনি বলেন, কিছুদিন থেকে বাছুরটির চলাফেরা, ওঠা-বসা ও খাওয়া অস্বাভাবিক মনে হচ্ছিল। তার ওলান ভরাট হয়ে উঠছিল। একদিন কৌতূহল নিয়ে ওলানে টান দিলে দুধ বের হতে থাকে। এরপর থেকে ৮-১০ দিন ধরে প্রতিদিন প্রায় এক কেজি করে দুধ দিচ্ছে বাছুরটি।

এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুন হোসেন মণ্ডল জানান, হরমোনজনিত কারণে গর্ভবতী হওয়া ছাড়াই গরু দুধ দিতে পারে। এটা অলৌকিক কোনো ঘটনা নয়। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

আমিন ইসলাম জুয়েল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।