ঝিনাইদহে নামাজের ইকামত দেয়াকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:২০ পিএম, ৩০ জুলাই ২০২১

ঝিনাইদহে মসজিদে নামাজের ইকামত দেয়াকে কেন্দ্র করে মোদাচ্ছের মোল্যা (৪৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুলাই) সকালে সদর উপজেলার গোয়ালপাড়া নিজ পুটিয়া বউ বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোদাচ্ছের মোল্যা গোয়ালপাড়া নিজ পুটিয়া গ্রামের শুকুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সোহাগ হোসেন জানান, গোয়ালপাড়া নিজ পুটিয়া বউ বাজারের মসজিদে দীর্ঘদিন ধরে স্থানীয় মিলন হোসেনের একজন সমর্থক নামাজের ইকামত দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে এশার নামাজে ইকামত দিতে গেলে মিলন হোসেনের প্রতিপক্ষ জাফর গ্রুপের লোকজন বাধা দেন। এনিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে শুক্রবার সকালে মোদাচ্ছের মোল্যা বউ বাজারে গেলে জাফর গ্রুপের সমর্থকরা ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

jagonews24

এসময় উপস্থিত উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে আহত মোদাচ্ছেরকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হন। তাদের মধ্যে দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাল্গুনী রানী সাহা জানান, নিহত মোদাচ্ছেরের বুকের বাম পাশে এবং মাজার নিচে ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, এই আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

jagonews24

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। থানায়ও কোনো মামলা হয়নি।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।