পুলিশের রান্না করা খাবার পেল শতাধিক মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ৩০ জুলাই ২০২১

মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশের উদ্যোগে শতাধিক ছিন্নমূল, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে শিবালয় উপজেলার আরিচা ঘাটে থানা মসজিদের সামনে রান্না করা এই খাবার বিতরণ করা হয়।

মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান নিজ হাতে খাবারের প্যাকেট বিতরণ করেন। এসময় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির তাকে সহযোগিতা করেন।

পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা মহামারির শুরু থেকেই পুলিশ মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় শিবালয় থানা পুলিশের উদ্যোগে এই খাবার বিতরণ করা হলো।

বি.এম খোরশেদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।