নোয়াখালীর শাহ পরান পেলেন পুলিশের শুদ্ধাচার পুরস্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ৩০ জুলাই ২০২১

নোয়াখালীতে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত উচ্চমান সহকারী মোহাম্মদ শাহ পরান। বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ৯৫ জন কর্মকর্তা-কর্মচারী ২০১৯-২০২০ অর্থবছরে এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে আনুষ্ঠানিকভাবে শাহ পরানের হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আলমগীর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) খালেদ ইবনে মালেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) সাইফুল ইসলাম খানসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্য পুলিশ সদস্যরা।

এর আগে গত ৩০ জুন সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শুদ্ধাচার সম্মাননার পুরস্কারের জন্য পুলিশের বিভিন্ন পর্যায়ের ৯৫ জন কর্মকর্তাকে মনোনীত করা হয়। ওইদিন ঢাকার বিভিন্ন ইউনিটের ২২ জন কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কার দেয়া হয়।

ইকবাল হোসেন মজনু/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।