ট্রাকে করে ঢাকায় ছুটছেন গার্মেন্টস শ্রমিকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৪২ পিএম, ৩১ জুলাই ২০২১

গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্পকারখানা রোববার (১ আগস্ট) থেকে খোলার সিদ্ধান্তে ঈদে বাড়ি যাওয়া কর্মজীবী মানুষ বাধ্য হয়ে ঢাকায় ফিরছেন। ট্রাক, কাভার্ডভ্যানসহ যে যেভাবে পারছেন ঢাকায় ছুটছেন। শুধু মহাসড়ক দিয়ে নয় আঞ্চলিক সড়ক দিয়েও ঢাকায় যাচ্ছেন কর্মজীবী মানুষ।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল, পাঁচলিয়া কড্ডার মোড় থেকে বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় যেতে দেখা যায় কর্মজীবী মানুষদের। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

jagonews24

হাটিকুমরুল গোলচত্বরে ঢাকাগামী গার্মেন্টসকর্মী রায়হান শেখ জানান, কোরবানিতে বাড়ি এসেছিলাম। রাতে সিদ্ধান্ত হয়েছে রোববার থেকে গার্মেন্টস খুলবে। কোনো বাস চলাচল না করায় বাধ্য হয়ে দ্বিগুণ খরচে ট্রাকে করে ঢাকায় যাচ্ছি।

নারায়গণগঞ্জের পোশাক কারখানায় চাকরি করেন উল্লাপাড়ার ইয়াসমিন নাহার জ্যোতি। তিনি বলেন, গার্মেন্টস খুলছে। বাধ্য হয়েই যেতে হচ্ছে। না গেলে তো চাকরি থাকবে না। রুটি-রুজি বন্ধ হয়ে যাবে।

jagonews24

সোহেল রানা নামের আরেক পোশাক শ্রমিক বলেন, সরকার এ কেমন লকডাউন দিয়েছে, সবই তো খোলা। আবার গার্মেন্টসও খুলে দিচ্ছে। এখন তো যাইতেই হবে। অফিস থেকে বারবার কল দিচ্ছে। ২০০ টাকার ভাড়া ৮০০ টাকা দিয়ে বৃষ্টিতে ভিজে ট্রাকে করে ঢাকায় যাচ্ছি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, পণ্যবাহী ট্রাকে যাত্রী বহন করায় বেশ কয়েকটি ট্রাক আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে।

jagonews24

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী বলেন, কলকারখানা খোলার সিদ্ধান্ত হওয়ায় নিজেদের বাঁচাতেই মানুষ ঢাকায় ছুটছে। পুলিশের পক্ষ থেকে যতটুকু সম্ভব নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি সতর্কতা ও স্বাস্থ্যবিধির বিষয়গুলোও নজর দেয়া হচ্ছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।