বগুড়ায় করোনা-উপসর্গে আরও ১৬ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:০০ পিএম, ০১ আগস্ট ২০২১

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন এবং উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। জেলার তিন হাসপাতালে শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ার ৪ জন হলেন- সারিয়াকান্দির রহিমা (৬০), সদরের তৌহিদা খানম (৭০) ও বিউটি বেগম (৪৫) এবং সোনাতলার জহুরুল ইসলাম (৭৯)।

এছাড়া বগুড়ায় বাইরের জেলার তিনজন বাসিন্দা চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছেন। তবে বাইরের জেলার মৃত্যুর সংখ্যা যোগ না হওয়ায় জেলায় মোট মৃত্যু সংখ্যা ৫৭২ জনে দাঁড়িয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন রোববার অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে এসব তথ্য জানান।

তিনি জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৫৭৭ নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৩৭ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৩ দশমিক ৭৪ শতাংশ। এছাড়া একই সময়ে করোনা থেকে ২২৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

ডা. তুহিন আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৯৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৬১ জন। এছাড়া জেলায় ১ হাজার ৫৬১ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।