ময়মনসিংহে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩১২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০১ আগস্ট ২০২১

ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩১২ জন।

রোববার (১ আগস্ট) সকালে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে সদরের ২১০, নান্দাইলে ১৬, ঈশ্বরগঞ্জ সাত, গৌরিপুরে, মুক্তাগাছায় পাঁচ, ফুলবাড়িয়ায় সাত, গফরগাঁওয়ে ২৬, ভালুকায় ছয়, ত্রিশালে ১৩, ফুলপুরে ছয়, তারাকান্দায় চার, হালুয়াঘাটে আট ও ধোবাউড়ায় একজন রয়েছেন। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩৪৩৯ এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৬ জন।

মঞ্জুরুল ইসলাম/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।