ভোলা থেকে যাত্রী নিয়ে ছেড়েছে ১০ নৌযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০১ আগস্ট ২০২১

কর্মমুখী মানুষের যাতায়াতের জন্য গণপরিবহন ও নৌযান চলাচলের ঘোষণায় ভোলা থেকে যাত্রী নিয়ে ছেড়েছে বিভিন্ন নৌযান।

রোববার (১ আগস্ট) ভোর থেকে জেলার চার উপজেলার বিভিন্ন ঘাট থেকে ১০টি যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়।

ভোলা সদর উপজেলার ইলিশা ঘাট থেকে ছেড়ে যাওয়া কর্মফুলি-১০ লঞ্চের যাত্রী মো. ইব্রাহীম, সানাউল্লাহ ও আমির হোসেন জানান, ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করি আমরা। আজ (রোববার) কর্মস্থলে যোগদানের কথা থাকলেও গতকাল ফেরিতে উঠতে পারিনি। এজন্য লঞ্চে রওনা হয়েছি। লঞ্চে উঠলেও বসার কোনো জায়গা পাইনি। তাই দাঁড়িয়েই যাচ্ছি।

দোয়েল পাখি লঞ্চের যাত্রী মো. আলী ও তার স্ত্রী লাইজু বেগম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী একসঙ্গে গার্মেন্টসে চাকরি করে সংসার চালাই। বিকেলের মধ্যে সেখানে যোগদান করতে হবে। এ জন্য এ লঞ্চের অতিরিক্ত যাত্রী হয়ে উঠেছি।’

jagonews24

কর্মফুলি-১০ লঞ্চের মাস্টার মো. শহিদ বলেন, লঞ্চে ঢাকাগামী অনেক যাত্রী তার পরও আমরা যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করিছ। যাত্রীদের মুখে মাস্ক ব্যবহার করার জন্য স্টাফরা কাজ করছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিএ) ভোলার সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, ভোর থেকে ১০টি লঞ্চ ছেড়ে গেছে। এর মধ্যে ভোলার খেয়াঘাট থেকে একটি, ইলিশা থেকে পাঁচটি, বোরহানউদ্দিন থেকে একটি, লালমোহনের নাজিরপুর ও চরফ্যাশনের ঘোষেরহাট থেকে তিনটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া ইলিশা থেকে তিনটি সি-ট্রাক ও একটি সি সার্ভিস ছেড়ে গেছে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।