নেত্রকোনায় পরিবারসহ করোনায় আক্রান্ত ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০১ আগস্ট ২০২১

পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ। রোববার (১ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইম হাসান রিয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার পর তিনিসহ পরিবারের সবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তারা নিজ বাসভবনেই কোয়ারেন্টাইনে আছেন।

২০২০ সালের ৫ জুলাই মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন বুলবুল আহমেদ। এর আগে তিনি নেত্রকোনা সদরে সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মদন উপজেলার ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন এবং মারা গেছেন তিনজন।

এইচ এম কামাল/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।