মায়ের ওপর অভিমান করে পঞ্চম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
মানিকগঞ্জের শিবালয়ে মায়ের ওপর অভিমান করে চুমকি আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। রোববার (১ আগস্ট) সকালে উপজেলার তেওতা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত চুমকি তেওতা গ্রামের বদিয়ার ফকিরের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে রান্না করার সময় চুমকির মা তাকে ঘরের কাজে সহযোগিতা করতে বলেন। কিন্তু সে কাজে সাহায্য না করায় তার মা তাকে বকাবকি করেন। এতে মায়ের ওপর অভিমান করে ঘরে থাকা সবজি ক্ষেতে দেয়ার বিষপান করে চুমকি।
বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, মায়ের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিষপান করে মেয়েটি। পরে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বি এম খোরশেদ/এএএইচ