খাগড়াছড়িতে ১০ লাখ টাকার ভারতীয় ওষুধ ও প্রসাধনী জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১১:১৬ এএম, ০২ আগস্ট ২০২১

সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন। যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানা গেছে।

এসময় ভারতীয় ওষুধ ও প্রসাধনী সামগ্রী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বীর মোহন ত্রিপুরা (৫৯) নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন গুইমারা উপজেলা ২নং রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় ওষুধ ও প্রসাধনী জব্দ করা হয়।

jagonews24

জানা গেছে, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধপথে আনা ভারতীয় ওষুধ ও প্রসাধনী পাচারের প্রস্তুতি নেয়া হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ এ অভিযানে নেতৃত্ব দেন।

অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেয়া হবে না জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক বলেন, যেকোনো মূল্যে চোরাকারবারীদের প্রতিহত করা হবে।

পরে আটক বীর মোহন ত্রিপুরাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এমএসএম/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।