সিরাজগঞ্জে খালাস হচ্ছে ভারত থেকে আসা অক্সিজেনের চতুর্থ চালান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:২১ পিএম, ০২ আগস্ট ২০২১

ভারত থেকে আরও ২০০ টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) চতুর্থ চালান নিয়ে ‘ইন্দো-বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। এখন এই স্টেশনে চলছে খালাস কার্যক্রম।

সোমবার (২ আগস্ট) সকাল ৭টা থেকে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়েছে। খালাস শেষে ২০ টন করে অক্সিজেনবাহী এসব লড়ি সড়কপথে নারায়নগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে নেয়া হবে। সেখানে নেয়ার পর চাহিদা অনুযায়ী তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে।

আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব এসব তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ‘ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি বরাবরের মতো ১০টি কন্টেইনারে ২০০ টন তরল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায়। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি এ নিয়ে চারবার রেলপথে ভারত থেকে মোট ৮০০ টন তরল অক্সিজেন বাংলাদেশে নিয়ে আসলো।

এর আগে তিন ধাপে ৬০০ টন তরল অক্সিজেনবাহী ট্রেন সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে আসে।

ইউসুফ দেওয়ান রাজু/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।