টাকা চুরি করে বাড়িতে ঘুমাচ্ছিল চোর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০২ আগস্ট ২০২১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চুরি হওয়া ৯০ হাজার টাকাসহ মো. নিশান (২০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি টাকা চুরি করে বাড়িতে ঘুমাচ্ছিলেন।

সোমবার (২ আগস্ট) দুপুর ১২টায় নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ক্লুলেস ঘটনায় চুরির মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যে টাকাসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার নিশান নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামের আলাউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোল্লাগ্রাম এলাকায় মো. বেলায়েত হোসেনের দোকানের পেছনের দরজা কেটে ক্যাশ বাক্স থেকে এক লাখ ৪০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বেলায়েত হোসেন সোমবার সকাল ৮টায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। মামলার চার ঘণ্টার মধ্যে দুপুর ১২টায় এ ঘটনায় জড়িত সন্দেহে নিশানকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন এবং তার থেকে চুরি হওয়া ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।