নবনির্মিত শহীদ এম মনসুর আলী মেডিকেলে বহির্বিভাগ চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০২ আগস্ট ২০২১

সিরাজগঞ্জে নবনির্মিত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে সেবা চালু হয়েছে।

সোমবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা থেকে ভার্চুয়ালি এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপন।

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে সচিবালয় থেকে বক্তব্য দেন সচিব (স্বাস্থ্যসেবা) লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্যশিক্ষা সচিব আলী হোসেন, অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খোরশেদ আলম।

jagonews24

সিরাজগঞ্জ থেকে বক্তব্য দেন- জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, চেম্বার সভাপতি আবু ইউসুফ সূর্য, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইন ডাইরেক্টর ডা. সামিউল ইসলাম।

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।