মোটরসাইকেল থেকে হাতকড়া খুলে পালিয়ে গেল আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০২ আগস্ট ২০২১
ফাইল ছবি

নেত্রকোনার কলমাকান্দায় হাতকড়া খুলে পুলিশের কাছ থেকে পালিয়ে গেছেন রাজিব তালুকদার (২৭) নামের চুরি মামলার এক আসামি। রোববার (১ আগস্ট) রাত ৮টার দিকে তিনি উপজেলা পাচউড়া এলাকায় পুলিশের মোটরসাইকেল থেকে দৌড়ে পালিয়ে যান।

পালিয়ে যাওয়া আসামি রাজিব তালুকদার উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউশালি গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, তালুকদার একটি চুরি মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। রোববার সন্ধ্যা ৭টার দিকে বাউশালি এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে মোটরসাইকেলে থানায় নিয়ে যাচ্ছিল। নেত্রকোনা-কলমাকান্দা সড়কের পাচউড়া এলাকায় এলে হাতকড়া খুলে মোটরসাইকেল থেকে কৌশলে পালিয়ে যান রাজিব। সোমবার (২ আগস্ট) রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান বলেন, হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি রাজিবকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পালিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।’

পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এইচ এম কামাল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।