৯৯৯ এ ফোন পেয়ে নবজাতকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৩ আগস্ট ২০২১

বগুড়ার ধুনটে কাপড়ে মোড়ানো মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় জরুরিসেবা ৯৯৯ ফোন পেয়ে আলী-মথুরাপুর পাকা সড়কের চানদিয়াড় ব্রিজের কাছ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ দেখতে পান স্থানীয় বাজারের নৈশ প্রহরী। ঘটনাটি জানাজানি হলে ৯৯৯ এ ফোন করেন স্থানীয়রা। পরে উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন খান শিশুটির মৃতদেহ উদ্ধার করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে শিশুটির মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। জন্মের পরপরই শিশুটিকে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।