২৯ জনকে দাফনের পর এবার নিজেই করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৪ আগস্ট ২০২১

২৯ করোনা রোগী দাফনের পর এবার নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন নোয়াখালীর কবিরহাট পৌরসভার সাবেক সেই পৌর মেয়র ‘করোনা যোদ্ধা’ আলাবক্স তাহের টিটু।

কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সদর উপজেলার করোনায় মারা যাওয়াদের স্বজনরা এগিয়ে না আসলেও নিজ থেকে সাত সদস্যের টিম নিয়ে লাশ দাফন করতেন এই ‘করোনাযোদ্ধা’।

jagonews24

বুধবার (৪ আগস্ট) দুপুরে করোনা পজিটিভের বিষয়টি জাগো নিউজকে নিজেই নিশ্চিত করেন আলাবক্স তাহের টিটু।

jagonews24

তিনি বলেন, সোমবার (২ আগস্ট) কবিরহাটের ঘোষবাগ ইউনিয়নের করোনায় মারা যাওয়া এক নারীর দাফনের পর অসুস্থ হয়ে পড়ি। পরে বুধবার (৪ আগস্ট) কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে পজিটিভ আসে। এখন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছি।

jagonews24

নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সাবেক পৌর মেয়র আলাবক্স তাহের টিটু।

jagonews24

তিনি জানান, এ পর্যন্ত তার নেতৃত্বে ২৯ জনকে দাফন করা হয়েছে। যাদের মধ্যে ২৪ পুরুষ ও পাঁচ নারী রয়েছেন। তাদের মধ্যে ২৬ জন কবিরহাটের, দুইজন কোম্পানীগঞ্জের ও একজন সুধারামের বাসিন্দা।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।