স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যা
প্রতীকী ছবি
ভোলা সদর উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর বিষপানে আত্মহত্যা করেছেন জোসনা বেগম (২৭) নামের এক গৃহবধূ।
বুধবার (৪ আগস্ট) বিকেলে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রতিবেশীরা জানান, বুধবার সকালে গৃহবধূ জোসনার সঙ্গে তার স্বামীর পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। ওই সময় তার স্বামী জোসনাকে গালাগাল করেন। এতে জোসনা অভিমান করে বিষপান করেন।
টের পেয়ে স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস