দিনাজপুরে আক্রান্ত-উপসর্গে ৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৫ আগস্ট ২০২১
ফাইল ছবি

দিনাজপুরে করোনা আক্রান্ত ও উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল হক এ তথ্য জানান।ভ

তিনি জানান, বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত এ রিপোর্ট পাওয়া গেছে।

রোববার সন্ধ্যা পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৫২ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৬৩ জন। সক্রিয় রোগী এক হাজার ৭৪৩ জন। এছাড়া উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ১০৩ রোগী চিকিৎসাধীন রয়েছেন। মোট রোগী ভর্তি রয়েছে ২০৫ জন বলে জানান তিনি।

এমদাদুল হক মিলন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।