ঝিনাইদহে করোনায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ৪৭
ঝিনাইদহে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় মারা গেছেন আটজন। এছাড়া নতুন করে আরও ৪৭ জন আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৬ আগস্ট) জেলা সিভিল সার্জন সেলিনা বেগম এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত হয়ে ছয়জন এবং উপসর্গ নিয়ে একজন মারা যান। এছাড়া শৈলকূপার ব্রহ্মপুর গ্রামে উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।
এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২২৩ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা আট হাজার ৯১ জন।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম