শেরপুরে ফোন কলেই মিলছে বিনামূল্যে অক্সিজেন সেবা
হটলাইন নম্বরে ফোন করলেই মিলছে বিনামূল্যে অক্সিজেন সেবা। চিকিৎসকের পরামর্শে এ সেবা চলে রোগী সুস্থ না হওয়া পর্যন্ত। সংকটাপন্ন রোগীদের নিজেদের ব্যবস্থাপনায় পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে। এমন ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে ‘শেরপুর ইমাজেন্সি অক্সিজেন ব্যাংক’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
করোনায় আক্রান্ত ও উপসর্গে ভোগা রোগীরা ঘরে বসেই হটলাইন নম্বরে ফোন করে চিকিৎসকের সঙ্গে কথা বলে সেবা নিতে পারছেন। জরুরি প্রয়োজনে অক্সিমিটার ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীর বাড়ি হাজির হচ্ছে একদল তরুণ। শেরপুরে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জরুরি সেবায় কাজ করছেন এ সংগঠনের কয়েকজন স্বেচ্ছাসেবী।
সংগঠনের সমন্বয়ক সোহেল রানা বলেন, ‘প্রথমে পরিমাপ করা হয় রোগীর অক্সিজেনের মাত্রা। পরে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী রোগীকে সরবরাহ করা হয় অক্সিজেন। রোগী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত সেবা দেয়া হয়। বিনামূল্যে এমন সেবায় খুশি রোগীর স্বজনরা।’
আরেক সমন্বয়ক এসএম জুবায়ের বলেন, ‘এক মাসে আমাদের কল সেন্টারে ৩১০ টি ফোন পেয়েছি। সবাইকে আমরা সেবা দিতে পেরেছি। সবার সহযোগিতায় ভবিষ্যতে এ সেবার পরিধি আরও বাড়ানো হবে।’
শেরপুর জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেন, ‘করোনার এই সময়ে নিজের জীবন বাজি রেখে এ তরুণরা মানুষের জীবন বাঁচাতে চেষ্টা করে চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তাদের খোঁজখবর রাখা হচ্ছে। যে কোন প্রয়োজনে আমরা তাদের পাশে আছি।’
ইমরান হাসান রাব্বী/আরএইচ/এএসএম