মৌলভীবাজার হাসপাতালের করোনা ইউনিটে শয্যা সংকট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৯ আগস্ট ২০২১

খালি নেই মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের করোনা ইউনিট। করোনার উপসর্গ নিয়ে অনেক রোগী হাসপাতালে এসেও ভর্তি হতে না পেরে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভুক্তভোগী রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালের করোনা ইউনিটে ৬০ শয্যা রয়েছে। কোনো শয্যা খালি না থাকলেও তিন-চারজন অপেক্ষায় থাকেন ভর্তির জন্য। শুধু শয্যা নয়, হাসপাতালে সংকট অক্সিজেনের।

রোববার (৮ আগস্ট) সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যবিধি না মেনেই হাসপাতাল ক্যাম্পাসে সেবাগ্রহীতাদের জটলা। করোনা ইউনিটে ৬০ শয্যা ও পাঁচটি আইসিইউর কিছুই খালি নেই।

kk-4.jpg

মৌলভীবাজার জুড়ি উপজেলার হিফজুর রহমান (৭০) বলেন, ‘আমি করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছি। নমুনা পরীক্ষা দিয়েও রিপোর্ট না আসায় গত এক সপ্তাহ ধরে এখানে কষ্টে রয়েছি।’

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের জাঙ্গালী গ্রামের সমুজ মিয়া বলেন, অক্সিজেনের প্রয়োজন হলে সেবিকাদের ডাকলেও কাছে আসেন না। অক্সিজেন দিতে দেরি হয়। তখন খুব কষ্ট হয়।

কমলগঞ্জ উপজেলার পতনউষার গ্রামের করোনা আক্রান্ত আব্দুল মান্নানের স্ত্রী বলেন, স্বামীকে নিয়ে অসহায় অবস্থায় আছি। আমার আত্মীয়স্বজন কেউ কাছে আসেননি। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে আপনজন পর করে দিয়েছে। এখন যদি স্বামীর অবস্থা খারাপ হয় তা হলে চিকিৎসা দেয়ার আর কোনো উপায় থাকবে না।

kk-4.jpg

হাসপাতালে দায়িত্বরত সেবিকা দিলারা বলেন, অনেক সময় জনবল সংকট থাকে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় সেবা দিতে সমস্যা হয়। একটি বেড খালি হলে তিনজন রোগী ভর্তির জন্য প্রস্তুত থাকেন।

মৌলভীবাজার জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক বলেন, হাসপাতালে বেড সংকট থাকলেও অক্সিজেন সংকট নেই। রোগীদের সেবা দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

আব্দুল আজিজ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।