বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল শিশুর
টাঙ্গাইলে ঘরের পেছনে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্মৃতি রানী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে সখীপুর উপজেলার কালিদাস গ্রামের নমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্মৃতি রানী ওই এলাকার রতন কুমার সরকারের মেয়ে। সে স্থানীয় একটি মন্দিরের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় অপমৃত্যু মামলা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, সকালে ঘুম থেকে উঠে স্মৃতি রানী ঘরের পেছনে খেলতে যায়। খেলার এক পর্যায়ে সে রাতে ছিঁড়ে পড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া এতথ্য নিশ্চিত করেন।
আরিফ উর রহমান টগর/এসআর/এএসএম