টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১১ আগস্ট ২০২১

লকডাউন শিথিলের পর ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গণপরিবহন চলাচল বেড়েছে। তবে বাসে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগে যাত্রীদের।

বুধবার (১১আগস্ট) দুপুর সোয়া ১২টায় সড়কের তারাকান্দি থেকে ঢাকাগামী অমিত ক্লাসিক পরিবহনের যাত্রীরা এমন অভিযোগ করেন। এ পরিবহনের ঢাকাগামী যাত্রী গিয়াস বলেন, আগে তারাকান্দি থেকে ঢাকার ভাড়া ছিল ১৮০-২০০ টাকা। আজ সেখানে নেয়া হচ্ছে ৩০০ টাকা। বাড়তি ভাড়া কেন নেয়া হচ্ছে সে ব্যাপারে কিছুই বলছে না বাস স্টাফরা।

jagonews24

ওই গাড়ির অপর যাত্রী হোসাইন খান জানান, ঈদের ছুটি শেষ হলেও বিধিনিষেধের কারণে তিনি বাড়িতে ছিলেন। বিধিনিষেধ শিথিল হওয়ায় কর্মস্থলে ফিরছেন। তবে বাস ভাড়া বেশি নেয়া হচ্ছে।

ভাড়া বেশি নেয়ার বিষয়টি স্বীকার করে বাসের সহকারী আব্দুল মজিদ বলেন, ১০০ টাকা করে না, ৪০ টাকা করে বেশি নেয়া হচ্ছে।

jagonews24

এ বিষয়ে টাঙ্গাইল বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি বলেন, সিট অনুযায়ী বাসে যাত্রী আর আগের ভাড়াই নেয়া হচ্ছে। কোনো বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে স্বাভাবিক গতিতেই যান চলাচল করছে। কোথাও যানজট বা ধীরগতির খবর পাওয়া যায়নি।

আরিফ উর রহমান টগর/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।