রেলওয়ের গোডাউন থেকে ফিশ প্লেট উধাও : তদন্তে মিলেছে সত্যতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১১ আগস্ট ২০২১

গাইবান্ধার বোনারপাড়ায় স্টেশন সংলগ্ন রেলওয়ের গোডাউন থেকে ৩৭টি স্টকের প্রায় ৫০ টন ওজনের ৭ হাজার ৪০০ পিস ফিশ প্লেট (রেললাইনের দুটি বিটের মধ্যে সংযোগ রক্ষা করতে ব্যবহৃত ধাতব পাত) গায়েব হওয়ার ঘটনায় তদন্ত করছে তিন সদস্যের কমিটি। এতে ফিশ প্লেট হারানোর প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা।

বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান কর্মকর্তা বগুড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. ছাইদুর রহমান।

তিনি বলেন, ‘আমরা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোডাউনে রাখা মালামালের হিসাব করেছি। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। ফিশ প্লেট ছাড়া অন্য কোনো যন্ত্র হারিয়েছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ফিশ প্লেট হারানোর ঘটনায় রেলওয়ের বা বাইরের কেউ শনাক্ত হলে আমরা মামলা করব।’

jagonews24

তিন সদস্যের তদন্ত কমিটির সদস্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী বগুড়ার সহকারী কমান্ডেন্ট আতাউর রহমান চৌধুরী বলেন, ‘বোনারপাড়া রেলওয়ের গোডাউন থেকে শুধু ফিশ প্লেট হারিয়েছে নাকি অন্য যন্ত্রও হারিয়েছে, তা নিয়েই তদন্ত চলছে। কারা জড়িত, কীভাবে কী হলো তদন্ত শেষে জানানো হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে বোনারপাড়া রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলামকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন স্টোর হস্তান্তর করতে আসেন অবসরপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়ে দীপক কুমার সিংহ। হিসাবের এক পর্যায়ে দেখা যায়, রেলওয়ের ৭ হাজার ৪০০ পিস ফিশ প্লেট নেই।

এ ঘটনা তদন্তে ওইদিন রাতেই বগুড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. ছাইদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তাদের তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে জানান রেলওয়ের সংশ্লিষ্টরা।

জাহিদ খন্দকার/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।