টাঙ্গাইলে দেড় হাজার কেজি রাবারসহ চোরাকারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১২ আগস্ট ২০২১

টাঙ্গাইলের মধুপুরে এক হাজার ৬১০ কেজি অপরিশোধিত (কাঁচা) চোরাই রাবারসহ মো. বিল্লাল হোসেন (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ছাবেদ আলী শেখের ছেলে।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় মো. বিল্লাল হোসেনের বাড়ির উঠানে মজুদ করে রাখা সরকারি বাগানের অপরিশোধিত (কাঁচা) এক হাজার ৬১০ কেজি রাবার জব্দ করা হয়। উদ্ধারকৃত ওই রাবারের মূল্য প্রায় তিন লাখ ২২ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মো. বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে সরকারি বাগান থেকে অপরিশোধিত রাবার চুরি করে বিক্রি করছেন বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।