সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় উপসর্গ নিয়ে মোট মারা গেলেন ৫৮৯ জন। এছাড়া করোনায় মারা গেছেন মোট ৮৬ জন।
শুক্রবার (১৩ আগস্ট) জেলা করোনাবিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এসব তথ্য জানান।
তিনি জানান, সাতক্ষীরায় করোনায় সংক্রমণের হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৩৩টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৯ দশমিক ৭৪ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৭৪ শতাংশ।
হাসপাতাল সূত্র জানায়, ১৩ আগস্ট সকাল পর্যন্ত মোট ১৪৭ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে ১০ জন আক্রান্ত ও ১৩৭ জন উপসর্গ নিয়ে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন রোগী। আইসিইউতে আছেন আটজন।
আহসানুর রহমান রাজীব/বিএ/এমএস