করোনা-উপসর্গে মানিকগঞ্জে আরও ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৩ আগস্ট ২০২১
ফাইল ছবি

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গে দুইজন মারা গেছেন।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী এ কে এম রাসেল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিংগাইরে ৮৫ জন, সদরে ৫০ জন, শিবালয়ে ১৪ জন, সাটুরিয়ায় ১৯ জন, দৌলতপুরে ১০ জন, হরিরামপুরে পাঁচজন ও ঘিওরে একজন।

ডা. কাজী এ কে এম রাসেল বলেন, হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ২৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৭৫ জন ও উপসর্গে ২০৫ জন।

বি.এম খোরশেদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।