করোনায় মৃত নারীর দাফনে অংশ নিল ছাত্রলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১৩ আগস্ট ২০২১

করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে দীর্ঘ ২৫ দিন চিকিৎসাধীন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আখতারুজ্জামান সবুজের মা। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে তিনি মারা যান। তার দাফন কার্যে অংশ নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আখতারুজ্জামান সবুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দীন হলের আবাসিক ছাত্র।

সবুজের মায়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে যান কেন্দ্রীয় ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক তুহিন রেজা। এসময় তার সঙ্গে ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগ, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বেলাট গ্রামে ওই শিক্ষার্থীর মায়ের দাফন সম্পন্ন হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা তুহিন রেজা বলেন, করোনা মহামারির শুরু থেকেই সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের দাফনে অংশ নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের এই সেবামূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।