করোনা : কুমিল্লায় আরও ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১৪ আগস্ট ২০২১

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৫৬ জনে। একই সময়ে ১৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৭৯৫ জনের নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ৯৫২ জনে। আক্রান্তের হার ২০ দশমিক ৪ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪২ জন, আদর্শ সদরের ৯জন, বুড়িচংয়ে ৬১ জন, ব্রহ্মণপাড়ায় সাতজন, চান্দিনায় একজন, চৌদ্দগ্রামে দুইজন, লাকসামে তিনজন, দাউদকান্দিতে একজন, লালমাইয়ে ছয়জন, নাঙ্গলকোটে ১০ জন, বরুড়ায় ২০ জন জন।

ডা. মীর মোবারক হোসাইন আরও বলেন, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি করপোরেশন, লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।