হাতিয়ায় ১৩ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
সোমবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আফাজিয়া বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে মুদি, ওষুধ ও খাবারের দোকানসহ ১৩ দোকান ভস্মীভূত হয়। ধারণা করা হচ্ছে মহিনের তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম