করোনা : ফেনীতে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৭ আগস্ট ২০২১
ফাইল ছবি

ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন করোনায় ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে ১২৫ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩৭ জন পজিটিভ ও ৮৮ জনের উপসর্গ রয়েছে।

জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৯ জন। এছাড়াও এক হাজার ৬৪৫ জন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জেলায় এখন পর্যন্ত ৯ হাজার ৪২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সাত হাজার ৫৩৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১১৯ জন।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।